Header Ads Widget

 


জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, একজন মোখলেস উর রহমান ও প্রাসঙ্গিক কিছু কথা

               ।। এফ.এম.এ সালাম ।।

অনেক দিন পর আবার হঠাৎ করেই সেদিন দেখা হল, কথা হল, শুভেচ্ছা বিনিময় হল জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মোখলেস উর রহমানের সাথে। সাদা মনের এ সুন্দর মানুষটি আগের মতই হাসিমাখা মুখ সহজ সরল অমায়িক ন¤্র ভদ্র স্বভাব সুলভ ব্যবহার আমাকে দারুন ভাবে মুগ্ধ করেছে। তিনি একজন ভাল মানুষ, সৎ মানুষ, দক্ষ ও বিচক্ষণ সরকারি কর্মকর্তা। দেশ ও জাতির কল্যাণে তিনি দীর্ঘদিন যাবৎ সততা, নিষ্ঠা ও ন্যায় পরায়ণতার সাথে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দুদুকের সচিবের মত সরকারি উচ্চপদে কাজ করে সর্বমহলে প্রশংসা ও ভালবাসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব্ পালন করছেন। নিজের মধ্যে কোন অহংকার বোধ বা গর্ব নেই। সব সময় তিনি হাসি-খুশি থাকা সহজ সরল কোমল হৃদয়ের একজন সৎ কর্মকর্তা। একজন সংবাদকর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সুবাদে তাঁকে খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছে। তাঁর বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা তার চেয়েও অনেক সুন্দর ও পরিষ্কার। সদা সর্বদা হাসি মাখা মুখ অমায়িক ব্যবহার কিন্তু ন্যায় ও সততার ক্ষেত্রে তিনি আপোষহীন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা।

সর্বগুণে গুনান্বিত এ মানুষটি সর্বদা হাসি-খুশী থাকতে ভালবাসেন এবং অতি সহজেই সকলের মন জয় করে নিতেও পারদর্শী। আমার জানামতে তাঁকে কোন দিন কোন দুর্নীতি, অনিয়ম, অন্যায় ও স্বজন প্রীতি স্পর্শ করতে পারেনি। দেশে মোখলেস উর রহমানদের মত কর্মকর্তার খুব অভাব বলে দেশ ও জাতির কল্যাণে মোখলেস উর রহমানদের মত কর্মকর্তা সৃষ্টি হওয়া প্রয়োজন।

কথা প্রসঙ্গে অনেক দূর চলে এসেছি, বলতে ছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোখলেস উর রহমান সাহেবের কথা, যাকে আমি সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সুবাদে খুব কাছে থেকে দেখেছি ও জানার সুযোগ পেয়েছি। আবারও হয়তো দেখা হবে কথা হবে কোন না কোন জায়গায়। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট তাঁর দীর্ঘায়ু কামনা করি এবং বাকী জীবন যেন তিনি দেশ ও জাতির কল্যাণে এমনি ভাবেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যান সেই প্রত্যাশা রেখে মোঃ মোখলেস উর রহমানের স্মৃতির প্রেক্ষাপটে কটা কথা লিখে রেখে গেলাম।

(লেখক: সিনিয়র সাংবাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া

সম্পাদক ও প্রকাশক দৈনিক দেশের খবর)

Post a Comment

0 Comments