তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষি উপসহকারী আনোয়ার হোসেন এর উপর হামলার অভিযোগ দায়ের করেছে ভুক্ত ভোগী, জানা গেছে বিগত ২৬ শে নভেম্বর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাও ব্লকের কৃষি উপসহকারী আনোয়ার হোসেন বোর প্ররোদনার তালিকা করার সময় জাওয়ার ইউনিয়নের ছনাটি ব্লকের একদল লোক এসে স্হানীয় প্রবাব কাটিয়ে কিছু নাম দেওয়ার কথা বললে কৃষি উপসহকারী কর্মকর্তা তাদের নাম দেওয়া হয়েছে বলে জানানোর পর ও তার উপর গালি গালাজ করে বলে অভিযোগে উল্লেখ করে এক পর্যায়ে সংঘবদ্ধ ভাবে কৃষি উপসহকারী আনোয়ার হোসেন এর উপর ছড়াও হয়ে কিল,গুশি মেরে লিলা ফুলা আহত করে বলে সাত জনের বিরুদ্ধে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করে অভিযোগ কারি কৃষি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন এর সাথে মুটো ফোনে কথা হলে তিনি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের কাছে অভিযোগ দিয়েছি আশা করি সঠিক বিচার পাব, এই গটনায় উপজেলার সাধারন কৃষক মানুষ গুলি ধিক্কার দিচ্ছে এক সরকারি কর্মকর্তার উপর হামলা যেন মেনে নিতে পারছেন না তারা ও এই গঠনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।
0 Comments