Header Ads Widget

 


মুক্তাগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন


বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে আর.কে সরকারি উচ্চ  বিদ্যালয়ের খেলার মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হক জিসান।

মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল হাসান জনির সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম কাজী রিপন। উদ্বোধনী খেলায় অংশ নেয় ময়মনসিংহ বেগুনবাড়ী বয়েস ক্লাব ও টাঙ্গাইল গোল্ডেন বয়েস ফুটবল ক্লাব। উদ্বোধনী খেলায় বেগুনবাড়ী বয়েস ক্লাব ৫-৪ টাঙ্গাইল গোল্ডেন বয়েস ফুটবল ক্লাব প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাহবুবুল আলম কাজী রিপন বলেন, ক্রীড়া জগতের উজ্জলমুখ ছিলেন আরাফাত রহমান কোকো। ছাত্র সমাজ ও যুব সমাজকে ক্রীড়ার মাধ্যমে তিনি পরিশীলিত স্বেচ্ছাসেবার এক নৈতিক ভবিষ্যত তৈরীতে কাজ করেছেন। তারই ধারায় আমরা মুক্তাগাছার প্রত্যন্ত স্থানে ক্রীড়ার বিপ্লব ঘটাতে চাই। ক্রীড়ানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাজাহারুল মাজা, তারেক সালাহউদ্দিন সুমন, সাবেক ফুটবলার ফজলুল করিম মণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্ণধার ও যুবনেতা রুবেল খান প্রমূখ।
 

Post a Comment

0 Comments