Header Ads Widget

 


মুক্তাগাছায় তরুন প্রজন্মের উদ্যোগে চা চক্র ও স্মৃতিচারন

 


বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছায় ২নং বড় গ্রাম ইউনিয়নে তরুন প্রজন্মের উদ্যোগে চা চক্র ও স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজনে করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২ নং বড় গ্রাম ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা কালীন সাবেক সফল সাধারণ সম্পাদক প্রয়াত হজরত আলীর বড় ছেলে আর এম জি সেক্টরের সংগঠন, বাংলাদেশ  এইচ আর,  এডমিন এন্ড কমপ্লায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আহসান হাবিব সোহাগ।


শুক্রবার বিকেলে মো: রাসেল সরকার ও মো: উজ্জ্বল এর সঞ্চালনায় সৈয়দপাড়া বাজারে অনুষ্ঠিত  তরুন প্রজন্মের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন এলাকার বয়যজেষ্ট মোঃ নেকবর আলী।চা চক্র ও স্মৃতিচারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গুন্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল শ্রেনী পেশার মানুষ।


অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল হাসান রোকন  বলেন আমার বাবার মত আমিও জনগনের পাশে থাকতে চাই,দেশের জন্য কাজ করতে চাই।মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে,সমাজে মাদক একটা বড় ব্যাধি ।তিনি বলেন আজ থেকে স্লোগান হবে মাদক মুক্ত সমাজ গড়ি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি।


তিনি বলেন আমি দীর্ঘ দিন চাকরি করেছি গার্মেন্টস সেক্টরে,বড় দ্বায়িত্ব পালন করেছি আমি সেই অভিজ্ঞতা কে কাজে লাগাতে চাই,আমার পৈএিক নিবাস এই সৈয়দ পাড়া এই গ্রামে একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা করেছি।এতে করে সমাজের বেকারত্ব দূর হবে,কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারলে আমাদের গ্রাম হবে আধুনিক গ্রাম।


বিশেষ অতিথি আহসান হাবিব সোহাগ বলেন,আমাদের গ্রামে তরুন প্রজন্মের উদ্যোগে চা চক্র ও স্মৃতিচারন অনুষ্ঠান দীর্ঘ দিন পর,আমি সত্যিই খুবই আনন্দিত।তিনি বলেন আমাদের সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে মাদকের বিরুদ্ধে,এই মাদক এর জন্যই সমাজের নৈতিকতার অবক্ষয় হচ্ছে দিন দিন।

এছাড়াও চা চক্র ও স্মৃতিচারন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: জামাল উদ্দিন মেম্বার,মো: রাজ্জাক মেম্বার ,মাওলানা মুফতি মাজহারুল ইসলাম প্রমুখ।


Post a Comment

0 Comments