Header Ads Widget

 


মুক্তাগাছায় শ্রমিকদলের ‘পকেট কমিটি’ দাবি করে সড়ক অবরোধ


 মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছায় পৌর শ্রমিকদলের ‘বিতর্কিত’ কমিটি গঠনের প্রতিবাদের ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। গতকাল  বুধবার (১৭ ডিসেম্বর '২৪) বিকার সাড়ে ৪টার দিকে পৌর শ্রমিক দলের একাংশ সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানায়। এ সময় প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাখে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়। নেতাকর্মীরা নবগঠিত পৌর শ্রমিকদলের কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ নানা অভিযোগ করে স্লোগান দিতে থাকে। মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ ও  অবরোধের নেতৃত্বে থাকা আশরাফুল ইসলাম ময়না বলেন,  সবার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করার প্রত্যায় ছিলো। কিন্তু এখানে নির্বিচারে পদবাণিজ্য কমিটি গঠন করা হয়েছে । এতে পদবঞ্চিত হয়েছেন ত্যাগী, নিবেদিত ও নির্যাতিত নেতৃবৃন্দ।  টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে বলেও জানায় তিনি। এই কমিটিকে অনুপ্রবেশকারী, হাইব্রিড, বিতর্কিত লোক। এছাড়াও বক্তব্যে কয়েক জনের রাজনৈতিক পরিচিতি তুলে ধরা হয়। বিগত সময় দলের বিপক্ষে গিয়ে কাজ করেছেন তাদেরও স্থান দেয়া হয়েছে কমিটিতে। দলের আদর্শের তৃণমূলের ত্যাগী নেতৃবৃন্দ পদবঞ্চিত হয়েছেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবলু, নাছির, খোকন,মোফাজ্জল, আনার,রাজন, কাইয়ুম, শারাফত,আলী আকবর,ওয়াজেদ আলী,রফিকুল, সাওার, মজিবুরসহ পদবঞ্চিত প্রায় অর্ধশত  নেতাকর্মী।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ জেলার সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের স্বাক্ষরিত দলীয় প্যাডে মুক্তাগাছা উপজেলা ও পৌর শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments