ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লিদের উপরে সাদ পন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২০ ডিসেম্বর) রোজ শুক্রবার জুমার নামাজের পর ফুলপুর বাস স্ট্যান্ড আঞ্জুমান সুপার মার্কেটের সামনে থেকে এই বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার আঞ্জুমান সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে জুমার নামাজের পর ফুলপুরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড মিছিল নিয়ে তাওহীদি জনতা আঞ্জুমান মার্কেটের সামনে একত্রিত হতে থাকে। এক পর্যায়ে পুরা ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
মিছিল পরবর্তী সমাবেশে তৌহিদী জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফুলপুর জামিয়া গিয়াস উদ্দিন (রহ:) মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা আজিম উদ্দিন শাহ জামালী, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব পীরে কামেল হযরত মাওলানা মেরাজুল হক, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন, ফুলপুর আদর্শ মাদ্রাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু রায়হান মক্কি, জামিয়াতুল হুময়রা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া প্রমোখ।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ সরকারের কাছে চার দফা দাবি উপস্থাপন করেন। দাবী গুলো হলো এই:
১) নিহত ও আহতদের সকল ক্ষয়ক্ষতির দায় বার সাতপন্থী সন্ত্রাসীদের নিতে হবে।
২) সকল অপরাধীদের ও অনতিবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
৩) কাকরাইল ও টঙ্গী ময়দান সহ বাংলাদেশের সকল মসজিদে সাদ পন্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৪)বাংলাদেশের সকল মসজিদে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে বক্তাগণ বলেন যে পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
0 Comments