Header Ads Widget

 


তাড়াইলে জুবায়ের পন্হিদের বিক্ষোভ সমাবেশ


 তাড়াইল প্রতিনিধি:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় টঙ্গী বিশ্ব ইসতেমার জোর কে কেন্দ্র করে সাদ পন্হি ও জুবায়ের পন্হি তাবলীগ জামাতের দুই গ্রোপের সংঘর্ষে জুবায়ের পন্হি তিন জনের মৃত্যুর প্রতিবাদে হত্যা কারীদের ফাঁসির দাবিতে অদ্য রবিবার সকাল ১১ ৩০ গঠিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সকাল থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে সকাল এগারো টা এিশ মিনিটে নির্ধারিত সময়ে উপজেলার মেইন রাস্তায় প্রদক্ষিণ করে, হাজার হাজার জনতার এক শ্লোগান দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছার তাড়াতাড়ি,প্রতিবাদের ভাষায় বলেন আমার ভাই কবরে খুনি কেন ময়দানে, ভারতের দালালরা হুশিয়ার সাবধান এই শ্লোগানে কম্পন সৃষ্টি করে তোলে  তাড়াইলের আকাশ বাতাস বাজার প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জুবায়ের পন্হি তাবলীগ জামাতের নেতারা দুপুর বারটা এিশ মিনিটে সমাবেশ সমাপ্তি ঘোষনা করে। 

Post a Comment

0 Comments