Header Ads Widget

 


মুক্তাগাছায় সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ

 


মুক্তাগাছা প্রতিনিধিঃ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী কর্তৃক ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যার দ্রæত বিচার, সাদপন্থীদের তাবলীগী সকল কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিশাল গণজমায়েত ও স্মারকলিপি প্রদান করা করা হয়। মুক্তাগাছা উপজেলার সকল স্তরের তৌহিদী জনতার ব্যানারে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় মুক্তগাছা শহরের প্রাণকেন্দ্রে বড়মসজিদ চত্বরে প্রথমে মিছিল সহযোগে জনতার জমায়েত হয়। চত্বরে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিম মুক্তাগাছা উপজেলার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা আব্দুল হালিম, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের মুক্তাগাছা উপজেলার সাধারণ সম্পাদক, ইত্তেফাকুল ওলামার মুক্তাগাছার সিনিয়র সহ-সভাপতি  মাওলানা মুফতি আকরাম হুসাইন, ইত্তেফাকুল ওলামা মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, মাও. ওলিউল্ল্যাহ, আলহাজ¦ সাইফুল ইসলাম, মাওলানা নাসির আহমদ প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা সাদপন্থীদের তওবা করে ও ক্ষমা চেয়ে হকের পতাকাতলে আসার আহবান জানান। অন্যান্য রাজনৈতিক দল যদি এই সাদ নামীয় সন্ত্রাসীদের পক্ষ নিয়ে দালালদের ছত্রছায় দিতে চাইবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে সতর্কবার্তাও দেন বক্তারা।


পরে অস্থায়ী মঞ্চে সাদপন্থী মাওলানা মোজাম্মেল হক হেলালী তওবা করে সাদপন্থী পতাকার থেকে বেরিয়ে এসে তৌহিদি জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।


পরে মিছিল সহকারে গণজমায়েত ইউএনও বরাবরে স্মারকলিপি দিতে উপজেলা পরিষদ চত্বরের দিকে অগ্রসর হয় এবং ইউএনও আতিকুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহন করে ইউএনও বলেন, স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের নিকট আমি প্রেরণ করবো। মুক্তাগাছায় কেউ থাকলে তথ্য দিন তাদেরকে আইনের আওতায় আনা হবে।


এরপর তৌহিদি জনতার গণজমায়েত মুক্তাগাছা থানা অভিমুখে পদযাত্রা করে মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) রিপন গৌরের হাতে স্মারকলিপি প্রদান করে। ওসি তদন্ত স্মারকলিপি গ্রহণ করে তৌহিদী জনতাকে ধৈর্য ধারন করে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, এ অপরাধের সাথে যারা জড়িত এ এলাকায় যদি তাদের অবস্থান থেকে থাকে তবে তাদের একবিন্দু ছাড় দেয়া হবে না। তাদের অবস্থান জানতে পারলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আমাদের জানাবেন আমরা তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করবো।


পরে গণজমায়েত মিছিলি সহযোগে মুক্তাগাছা বড়মসজিদ চত্বরে গিয়ে মুনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি হয়।

Post a Comment

0 Comments