বাবলু আকন্দঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং বাঁশাটি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁমাটি ইউনিয়নের একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তাগাছা উপজেলা বিএনপি ও ৫নং ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনউপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুশিৃদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাঁশাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সদস্য ইসহাক আলী সরকার, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, রোকনুজ্জামান সোহাগ, উপজেলার ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন নেতা মোহসিন আহমেদ সুমন, নজরুল ইসলাম প্রমূখ।
0 Comments