ফুলবাড়িয়া প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই কৃষক উপজেলার উত্তর আন্ধারিয়া পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
জানাগেছে, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বসে । ঘটনাক্রমে প্রতিপক্ষ রুহুল আমিন (৫০) গংরা বাকবিতন্ডার এক পর্যায়ে নাসির উদ্দিন (৪৫) কিল ঘুষি লাথি দিয়ে আহত করে। পরে নিহতের পরিবার তাকে উদ্বার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
0 Comments