ফুলপুর প্রতিনিধি:গত বন্যার পর থেকেই ময়মনসিংহের ফুলপুরের বিভিন্ন এলাকায় গো- খাদ্যের সংকট চলছে। এতে খামারী ও কৃষক গরু নিয়ে বিপাকে আছেন। খাদ্যের সংকট থাকায় অনেকেই
বিকল্প হিসেবে গরুকে কচুরিপানা খাওয়াচ্ছেন।
আবার চড়ামূল্যে বিভিন্ন এলাকা থেকে গোখাদ্য সংরক্ষণ করছেন। ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মাঝে ৬ টি ইউনিয়নের প্রায় সকল ফসল তলিয়ে সম্পূর্ণ রুপে বিনষ্ট হয়। আমন ফসলের পাশাপাশি ঘাসও পচেযায়। জমাকৃত গো- খাদ্যও শেষ হয়ে যায়। তাই অনেকেই গো- খাদ্যের সন্ধ্যানে বিভিন্ন যায়গায় ছুটছেন। বিভিন্ন এলাকা থেকে চড়াদামে খড় ক্রয়করে আনছেন। আর এই সংকটের কারনে বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছেন। পরবর্তী আমন বোর ক্ষেতের ফসল না পাওয়া পর্যন্ত গো- খাদ্যের অভাব থেকেই যাবে।
গো- খাদ্যের সংকটের কারনে কেউ কেউ গরু বক্রি
করে দিচ্ছেন বলেও জানা গেছে। উপজেলার ধনার ভিটা গ্রামের গরু খামারি আব্দুল হাকিম জানান,বর্তমানে গরুর খাদ্য চড়া দমে বিক্রি হচ্ছে। একমন খড়ের দাম ১ হাজার থেকে ১২ শত টাকায় বিক্রি হচ্ছে। মানুষের খাবারের চেয়ে গরু ছাগলের খাদ্যের অভাব অনেক। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তারেক আহমেদ বলেন,অসময়ে বন্যার কারনে উপজেলায় গো-খাদ্যের সাময়ি চরম সংকট দেখা দিয়েছে, তবে সংকট কমে যাবে।
0 Comments