হালুয়াঘাট প্রতিনিধি :ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(৪ ডিসেম্বর ) রোজ বুধবার ১০ ঘটিকার সময় হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম গনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহ আল মাসুদ
ফিল্ড সুপারভাইজার, ইসলামীক ফাউন্ডেশন হালুয়াঘাট উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হালুয়াঘাট উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাষ্টার, এ কে এম ইসহাক প্রিন্সিপাল হালুয়াঘাট ডি এস আলিম মাদরাসা, হালুয়াঘাট উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের, মাওলানা আবু বকর সিদ্দিক মডেল কেয়ার টেকার ইসলামিক ফাউণ্ডেশন হালুয়াঘাট উপজেলা শাখা, মাওলানা মোঃ ওমর ফারুক লাইব্রেরিয়ান হালুয়াঘাট উপজেলা ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার । এবং হালুয়াঘাট উপজেলার বিভিন্ন মসজিদ এর প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও খতিব গন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলে ইমাম সাহেবগন হচ্ছেন সমাজের ধর্মীয় নে্তা মানুষ আপনাদের কথা শুনে আপনাদের আদর্শ ফলো করে। তাই আপনারা সমাজের বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপ যেমন ইভটিজি, মাদক, বাল্যবিবাহ, যৌতুক , নারী নির্যাতন সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড সমাজে অহরহর করছে এই সম্পর্কে আপনারা মসজিদে শুক্রবারে মানুষদেরকে কোরআন হাদিসের আলোকে নসিহত করে বোঝাবেন যাতে করে মানুষ এ সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে। এবং আপনারা যে ইমাম প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যে বিষয়গুলোর উপর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন।
0 Comments