Header Ads Widget

 


তাড়াইলে শহীদ বুদ্ধি জিবি দিবস পালিত

 তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ বুদ্ধিজিবী দিবস ১৯৭১ ইং সালের ১৪ ই ডিসেম্বরের এই দিনে বাংলাদেশ কে মেধা শুন্য করার পরিকল্পনায় মেতে ছিল পশ্চিম পাকিস্তানিরা, বাদ পড়েনি মেধাবী শিক্ষকরা ও সেই দিন তাড়াইল উপজেলা সাচাইল গ্রামের ঐতিহ্য বাহী মড়ল বাড়ির কৃতি সন্তান তাড়াইল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শামসুদ্দিন মড়ল বাদ যায়নি সেই দিনের নিঃসংস হত্যা থেকে তার সৃতি চারন করতে গিয়ে তার আপন ভাতিজা আসাদুজ্জামান মড়ল ওরফে ফুল মিয়া বলেন আমার চাচা কে সে দিন বাসা থেকে  ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল সেদিন থেকে আমাদের পুরো পরিবারে নেমে আসে মেধা হীনতা ফুল মিয়া আরও বলেন চাচা ছিলেন তাড়াইল উপজেলার একজন শিক্ষা অনুরাগী মানুষ, তাড়াইলের শিক্ষা ব্যবস্তা যখন শুন্যের কুটায় তখন তিনি প্রতিষ্ঠা করে তাড়াইল উচ্চ বিদ্যালয় যা আজকে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয় প্রতি বছর এই দিনে চাচার স্বরনে আমরা গোটা পরিবার ব্যতিত এই দিনটির জন্য আমরা অপেক্ষমান তাকি জাতীয় ভাবে এইদিনে চাচার আদর্শ কে লালন করি। 

Post a Comment

0 Comments