মুক্তাগাছা প্রতিনিধি: ৫ম যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষে মুক্তাগাছায় ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব আন্দোলনের আয়োজনে স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব আন্দোলনের সভাপতি ডিএম ইলিয়াস আহমেদ আমিনী। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের আহমেদ। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে মুক্তাগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাহবুব হাসান, কুমারগাতা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মানকোন ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
0 Comments