মুক্তাগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখার উদ্যোগে দেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনী কর্র্তৃক বুদ্ধিজীবী এবং জাতির মেধাবী সন্তানদের স্মরণে, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি সরকারি কলেজ হলরুমে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে ইংরেজী বিভাগের প্রধান মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ বশির উদ্দিন খান এবং বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে প্রফেসর মোঃ এনামুল হক তালুকদার, প্রভাষক ফখরূল আলম, কলেজ ছাত্রদলের আহবায়ক শওকত হোসেন প্রমুখ অংশ নেন।
0 Comments