মুক্তাগাছা প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ সকালে স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা:একেএম ওয়ালী উল্লাহ চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন কনসালটেন্ট, ভিশন আই হসপিটাল ঢাকা। গেস্ট অব অনার এএফএম আনিসুর রহমান ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম আমান উল্লাহ বাদল,সিনিউর আইনজীবি ময়মনসিংহ জজকোর্ট,মো: শহীদ উদ্দিন জেনারেল ম্যানেজার ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১,এটিএম সারওয়ার হোসেন,এফভিপি ইসলামী ব্যাংক ময়মনসিংহ, নাজমুন নাহার দিলু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তাগাছা উপজেলা, শাহ মোর্তুজা হোসেন, সাবেক লেফট্যানেন্ট বাংলাদেশ নৌবাহীনি সহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: শামীমের সভাপতিত্বে এবং এডভোকেট নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয় এবং অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
0 Comments