ফুলবাড়িয়া, প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া ৩ গ্রাম হিরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাহালগাঁও কামারিয়া মিশন রোডের একাব্বর মার্কেটের কামরুলের দোকানের সামনে থেকে এস আই মঞ্জু মিয়া সঙ্গীয় অফিসার সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. মোসলেম উদ্দিন (৩৬) পিতা- এছাহাক আলী কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করেন।
গ্রেপ্তারকৃত মোসলেমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকার শুধু হেরোইন ব্যবসায়ী ব্যবসায়ী বলেও চিহ্নিত।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো: রুকনুজ্জামান বলেন, মোসলেম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্ররণ করা হয়।
শামীম আহম্মেদ নীলু
0 Comments