বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ব্রি-১০৩ জাতের ধানের কৃষক মাঠ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মানকোণ পিএফএ আঙিনায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুক্তাগাছার সহযোগিতায় মাঠ দিবসটি উদযাপিত হয়। মাঠ দিবসে মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি’র সঞ্চালনায় উদপাদক দলের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খালেকুজ্জামান কাজল, সাংবাদিক ফেরদৌস তাজ, মোঃ রফিকুল ইসলাম, কৃষক মোঃ কাজল প্রমূখ। আয়োজনে সুবিধাভোগী ২৫জন কৃষক অংশ গ্রহণ করেন। কৃষক কাজল বলেন, ব্রি-১০৩ ধানের ফলন ভালো ও ভাত খেতেও ভালো। ৭৮ শতক জমিতে আমি ৪২ মন ধান পেয়েছি। ভবিষ্যতেও এ ধান রোপন করবো।
0 Comments