Header Ads Widget

 


ফুলপুরে খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

 


ফুলপুর প্রতিনিধি :ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে (৫ ডিসেম্বর)  রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর উপজেলা শেরপুর রোড হাজী কমিউনিটি সেন্টারে এক দাওয়াতি মাহফিল ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব মাওলানা আতাউল্লাহ আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খেলাফত মজলিস বাংলাদেশ এর কেন্দীয় আমেলার সদস্য আব্দুল  মোমিন, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এর সহ সভাপতি  মুফতি মুহাম্মদ উল্লাহ  আরো উপস্থিত ছিলেন  আল্লামা আজিম উদ্দীন শাহ জামালী মোহতামিম জামিয়া গিয়াছ উদ্দীন রহঃ ফুলপুর, মাওলানা আবুল কাশেম সাবেক মোহতামিম জামিয়া মাদানিয়া গোদারিয়া ফুলপুর, মাওলানা এনামুল হাসান মোহতামিম বশুয়া কবিরপুর ফুলপুর, মোফাজ্জল  হোসেন খান জিহাদী, তারাকান্দা উপজেলা যুব মজলিস এর সদস্য , মাও আব্দুল মালেক, সদস্য ফুলপুর খেলাফত মজলিস সহ বিভিন্ন মাদরাসার মোহতামিম গন, বিভিন্ন মসজিদের ইমাম খতিব গন  এবং ফুলপুর  উপজেলা খেলাফত মজলিস,যুব মজলিস, ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আশা নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments