বাবলু আকন্দঃ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু বলেছেন, খেলা আমাদের যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। আমরা সকলকে জানাচ্ছি মুক্তাগাছার সকল ইউনিয়নে বা পৌরসভার মাঠে খুব শীঘ্রই গ্রামীণ খেলা, হাডুডু, ফুটবল, ভলিবল সহ অন্যান্য খেলার আয়োজন করবো। তিনি আরও বলেন, ছোট বেলায় আমরা ময়মনসিংহ শহরে প্রচুর মাঠ দেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকার এ সকল মাঠগুলোকে ইজারা দিয়ে লিজ দিয়ে বহুতল ভবন নির্মাণ করে ধ্বংস করে দিয়েছে। স্থানীয় খেলোয়াড় ও শিশুদেরকে খেলায় অনুপ্রাণিত করে আমরা বলিষ্ট এক আগামী গঠনে কাজ করবো। জাকির হোসেন বাবলু রবিবার বিকালে মুক্তাগাছা উপজেলার তারাটি ফকিরগঞ্জ জমশেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈকালী যুব উন্নয়ন ক্লাব আয়োজিত ও তারাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সবুজের সার্বিক ব্যবস্থাপনায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৩নং তারাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান মঞ্জু, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, ইউসুফ আলী, যুবনেতা নূরে হাসানুজ্জামান সোহাগ, তারাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম প্রমূখ। ফাইনাল খেলায় ময়মনসিংহ পলিটেকনিক দল কে ১-০ গোলে পরাজিত করে মুক্তাগাছার কাঠগড় ফুটবল দল। খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
0 Comments