Header Ads Widget

 


মুক্তাগাছায় ডলার প্রতারণায় গ্রেপ্তার ২

 


বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে ডলার প্রতারণার অভিযোগে এক বিএনপি নেতাসহ দুই জনকে আটক করেছে। এসময় এক ছাত্রদল নেতাসহ আরো তিনজনকে আটক করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

 

ডলার প্রতারণার দায়ে গ্রেপ্তারকৃতরা হলেন, ৭নং ঘোগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাতিল গ্রামের জাহিদ হাসান ও দুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক মেম্বারের ছেলে মামুন হাসান।

রবিবার বিকালে উপজেলার দুল্লা ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে থানা পুলিশ জানিয়েছে।

 

জানাযায়, বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাদামতলা গ্রামের নুরুল ইসলামের পুত্র ফয়সালের সাথে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের গয়েশপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হকের পুত্র মামুন হাসানের পরিচয় হয়। সেই সুবাধে ফয়সালের সাথে আলাপকালে সে জানায় তার কাছে বেশ কিছু ইউএস ডলার রয়েছে। সেগুলো সস্তায় বিক্রি করবে। গত রবিবার বেলা ১টায় মুক্তাগাছার কালিকাপুর গ্রামে টাকা নিয়ে ডলার কিনতে আসা ফয়সালকে তিন ভান্ডেল ইউএস ডলার দেখানো হয়। সে ডলার দেখে তাদেরকে এক লাখ সাড়ে ৯হাজার টাকা প্রদান করে। টাকা নেওয়ার পর মামুন হাসান ডলার দিতে গড়িমসি করতে থাকে। এসময় মামুনের সাথে যুক্ত হয় অজ্ঞাত ১০/১২জন। তারা ফয়সালকে চলে যেতে বলে। কিন্তু ফয়সাল ডলার অথবা টাকা ফেরত না দেওয়ায় তাদের উপর চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে হাসানসহ তার লোকজন তাকে বেধড়ক পেটাতে থাকে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হাসানসহ অন্যরা পালিয়ে যায়। সেখান থেকে ফিরে ভিকটিম ফয়সাল মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।

 

পরে সেনাবাহিনীসহ যৌথবাহিনী মিলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার দুইজনকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ডলার প্রতারণার মামলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় উপজেলা ছাত্র দলের আহবয়াক মঞ্জুরুল হক আরিফসহ আরো তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রতারণার সাথে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় রাতে তাদেরকে ছেড়ে দেয়া হয় বলেও জানান ওসি।

Post a Comment

0 Comments