বাবলু আকন্দঃ গুমের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবী, আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারী কলেজ ছাত্রদল। মঙ্গলবার সকালে কলেজ ফটকে শহীদ স্মৃতি সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক শওকত হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আসাদ ফরাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলায়মান আহমেদ, শহীদ স্মৃতি সরকারী কলেজ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সদস্যসচিব আমির ফয়সাল, ছাত্রনেতা আবদুল্লা সরকার, সারোয়ার ইকরাম জীম প্রমূখ। মানববন্ধনে নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রতি গুমের শিকার নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবী জানায়। আওয়ামীলীগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচার করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানায় তারা।
0 Comments