Header Ads Widget

 


মুক্তাগাছার তিন ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা


বাবলু আকন্দঃ‘আমার গ্রাম আমার দায়িত্ব বাল্যবিবাহ করবো মুক্ত' এ স্লোগান নিয়ে মুক্তাগাছা উপজেলার তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।


সোমবার বিকালে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন তিনটি হচ্ছে, ৬নং মানকোন, ৫নং বাঁশাটি ও ১নং দুল্লা।


ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার রোনেল্ড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্লেইন ল্যান্ড ক্লাস্টার অফিসের ডেপুটি ডাইরেক্টর(ফিল্ড অপারেশন) জেনি মিলড্রেট ডি. ক্রজ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ জামালপুর এরিয়ার কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম প্রমুখ।  


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আতিকুল ইসলাম বলেন, আজকে থেকে ৩টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হল। এখন আমাদের সকলকে সচেতন ও সজাগ থেকে এই সমাজ এবং রাষ্ট্রকে বাল্যবিয়ে মুক্ত করতে কাজ করে যেতে হবে।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্লেইন ল্যান্ড ক্লাস্টার অফিসের ডেপুটি ডাইরেক্টর-ফিল্ড অপারেশন জেনি মিলট্রেড ডি. ক্রজ বলেন, আজকে একটা উদযাপন হচ্ছে। আপনাদের এলাকায় বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এলাকার মানুষেরাই পারে বাল্যবিবাহ বন্ধ করতে পারে। তবে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি।


ওয়াল্ডভিশন বাংলাদেশ জামালপুর এরিয়ার কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন বলেন, আমরা সত্যিই আনন্দিত তিনটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতে পারছি। আপনাদের মাধ্যমে এক বছরের বেশি সময়ের কাজের মাধ্যমে এ লক্ষে আমরা পৌছতে পেরেছি। গ্রাম ইউনিয়ন পর্যায়ের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি।  সকল শিশু যেন বাল্যবিবাহের শিকার না হয় সে লক্ষে প্রশাসন ও আমরা সবাই এক হয়ে আরও কাজ করবো। অনুষ্ঠানে, শিশু ও যুব ফোরাম সদস্যরা তাদের কার্যক্রম সম্পর্কে অনুভূতি শেয়ার ও বাল্যবিবাহ বন্ধে শপথ বাক্য পাঠ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুক্তাগাছা এপি প্রোগ্রাম অফিসার সজল দে ও শুভ্রা কুবি। পরে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র স্বাক্ষর এবং প্রধান অতিথি কর্তৃক বাল্যবিবাহ মুক্ত ইউনিয়নের ফলক উন্মোচন করা হয়। 

Post a Comment

0 Comments