Header Ads Widget

 


হালুয়াঘাটে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে শাটডাউন কর্মসূচি পালিত

 


হালুয়াঘাট প্রতিনিধি:ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে। সোমবার ( ৯ ডিসেম্বর)  সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে হালুয়াঘাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এসময় তাদের সাথে একাত্মতা পোষণ করেন ব্যবসায়ী মহল, শিক্ষক সমাজ, সাংবাদিক সমাজ, পরিবহন শ্রমিক, ও সাধারণ জনতা। এসময় আন্দোলনকারীরা জরুরী প্রয়োজনীয় দোকানপাট ও জরুরী পরিবহন সেবা ব্যতীত, সকল প্রকার দোকানপাট, দূরপাল্লার যানবাহন সহ সকল প্রকার যানবাহন বন্ধ রাখেন। 


উল্লেখ্য ইউএনও এরশাদুল আহমেদ গত দুই মাস ১১ দিন পূর্বে এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত ৫ ই ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মুক্তার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলি করা হয়। 


তিনি হালুয়াঘাট উপজেলায় যোগদানের পর এই অল্প সময়ে হালুয়াঘাটের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড  ও আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন করেন। এই অল্প সময়ে তিনি হালুয়াঘাট কে মাদক ও চোরা চালানের মত অপরাধ থেকে অনেকাংশেই মুক্ত করতে সক্ষম হয়েছেন। 


তাই হালুয়াঘাটবাসী তার এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা আরো কঠিন কর্মসূচিতে   যেতে বাধ্য হবে বলে জানান আন্দোলনকারীরা। 


Post a Comment

0 Comments