Header Ads Widget

 


মুক্তাগাছায় সড়ক উন্নয়ণ কাজের লটারী ড্র অনুষ্ঠিত

 


মুক্তাগাছা প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের হলিদা কবরস্থান হতে মামুনের বাড়ী পর্যন্ত ৩শ মিটার, বাঁশাটি ইউনিয়নের বাঁশাটি মধ্যপাড়া হতে ফয়েজ মাস্টারের বাড়ী পর্যন্ত ৩শ মিটার ও দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া মধ্যপাড়া রনির দোকান হতে কোনাপাড়া পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত ৪শ মিটার সড়কের ডবিøউ৪৭৭ডিডিএম এইচবিবি-১ প্রকল্প কাজের দরপত্রের উন্মুক্ত ড্্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ দরপত্রের উন্মুক্ত ড্্র অনুষ্ঠিত হয়। এ সময় ২৮৫টি দরপত্র ড্রয়ের মাধ্যমে মেসার্স লিটন কনস্ট্রাকশন প্রকল্পের কাজটি পায়। দরপত্র ড্্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন প্রমূখ।

 

Post a Comment

0 Comments