Header Ads Widget

 


বীরমুক্তিযোদ্ধা আহমেদ রাজা ৭২ বছর বয়সে কিরাত পরিক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছে।

 


ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  বীরমুক্তিযোদ্ধা আলহাজ জালাল উদ্দীন আহমেদ রাজা ৭২ বছর বয়সে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম  বলিয়া মাদরাসায় কিরাত বিভাগে ভর্তি হয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর অধীনে পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। যা উত্তর ময়মনসিংহে বেফাকের পরীক্ষায় ফলাফলের ইতিহাসে বিরল ঘটনা। 

৩১; ১২/২০২৪ ইং মঙ্গলবার বেলা বারোটায় বালিয়া মাদরাসার অফিস কক্ষে কারী হিসেবে স্বীকৃতি ও সম্মাননা পাগড়ী পড়িয়ে দেন বালিয়া মাদরাসার শায়খুল হাদীস পীরে কামেল আল্লামা এমদাদুল হক সাহেব দা.বা.। সেসময় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম হেলাল, নাযেমে তালিমাত মাওলানা আব্দুর রশিদ, মুফতি আব্দুল আওয়াল, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মোখলেছুর রহমান মন্ডল, হাফেজ রফিকুল ইসলাম, সহ উস্তাদগণের অনেকেই উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments