Header Ads Widget

 


মুক্তাগাছায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে কাশিমপুর শিশু ফোরাম 


মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে কাশিমপুর ইউনিয়ন শিশু ফোরাম। 


মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও নগদ অর্থ  বিতরণ করে সংগঠনের সদস্যরা।


অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন,প্রোগ্রাম অফিসার মার্শেল রংদী, সাংবাদিক মামুন আল গাইয়ুম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ.খালেক, আরিফুল ইসলাম,কাশিমপুর কেন্দ্রীয় শিশু ফোরাম সভপতি মনির হোসেন, সহ-সভাপতি রিফাত মিয়া, সম্পাদক ফাহিম আহম্মেদ, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, শিশু কল্যান সম্পাদক সেবা রানী দাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্চিতা বিশ্বাস প্রমূখ। 



এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমাদের সম্পদ হবে। আমাদের যতটুকু সুযোগ হবে, তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ন্যায্য ও সম অধিকার নিশ্চিত করতে করতে হবে। 


আলোচনা সভা শেষে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ  বিতরণ করেন।

Post a Comment

0 Comments