Header Ads Widget

 


মুক্তাগাছায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



বাবলু আকন্দঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মুক্তাগাছা উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা ও ফেস্টুন উড়ানো ও বর্ণাঢ্য র‌্যালী। বৃহস্পতিবার বিকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, এটিএম ইলিয়াস, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, সহ-সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জ¥ান সোহাগ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন, ছাত্রদল বিএনপির নেতৃত্ব তৈরীর কারখানা। অতীতের যত আন্দোলন হয়েছে ৭১ থেকে ৯০ এবং সর্বশেষ দ্বিতীয় স্বাধীনতার ৫ আগস্ট সবই সফল হয়েছে ছাত্রদের জন্য। তারাই বারবার বাংলাদেশকে শত্রæমুক্ত করেছে। জুলাই আন্দোলনের অগ্রণী ভুমিকায় এই ছাত্রদলের ভাইয়েরাই ছিলেন। কখনোই ছাত্রদল দমে যায় নাই।

আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ও বণার্ঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে মঞ্চ পরিচালনা ও সার্বিক তত্ত¡বধানে ছিলেন, পৌর ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন শাকিল, সদস্য সচিব হুমায়ূন কবীর, শহীদ স্মৃতি সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক শওকত হোসেন, সদস্য সচিব আমির ফয়সাল। আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের প্রায় ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।

 

Post a Comment

0 Comments