বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য অফিসের হল রুমে মাসিক সমন্বয় সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে স্বাস্থ্য সহকারী সিরাজুল হকে সভাপতি ও শাজাহান আলীকে সাধারণ সম্পাদক এবং তারিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক।
স্বাস্থ্য সহকারী নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচআই ইনচার্জ আলী আকবর, এমটিইপিআই এসএম হাসমত আলী, এইচআই সিদ্দিক মিয়া ও অন্যান্য স্বাস্থ্য সহকারীবৃন্দ।
নবগঠিত কমিটিকে সকলেই স্বাগত জানান।
নবগঠিত কমিটি সকলের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
0 Comments