Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় বিয়ের নামে নারীর সঙ্গে যুবকের প্রতারণা

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতারণার আশ্রয় নিয়ে এক নারীর সঙ্গে একসাথে ৩ মাস সংসার করার অভিযোগ আবু বকর সিদ্দিক নামে যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় গত ২২ ডিসেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছন। অভিযুক্ত ওই প্রতারক যুবক পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানাগেছে, ভুক্তভোগী ওই নারী দিনাজপুরের বাসিন্দা। এক কন্যা সন্তানসহ তার ডিভোর্স হলে বছর খানেক আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় আবু বকর সিদ্দিক এর সাথে। সেই  সুবাদে একটু একটু করে কথা বলে ফেলা হয় প্রেমের ফাঁদে। প্রেমের ফাঁদে ফেলার এক পর্যাায়ে দেওয়া হয় বিয়ের প্রস্তাব।বিয়ের প্রতিশ্রæতি বাস্তবায়নে দিনাজপুর থেকে ওই নারীকে নিয়ে এসে ফুলবাড়িয়া পৌর সদরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন ওই যুবক। নাটকীয় বিয়ের মাধ্যমে এক সাথে ৩ মাস থাকার পর গত ১৬ ডিসেম্বর ওই নারীর বাড়ি থেকে নিয়ে আসা নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায় আবু বকর সিদ্দিক। পরে ভুক্ত নারী অভিযুক্তের সন্ধানে তার বাড়ি গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।

ভুক্তভোগী নারী আরও বলেন, আমার সাথে বিয়ের নামে প্রতারণা করা হয়েছে। বাড়ি থেকে নিয়ে আসা টাকা ও গহনা নিয়ে সে পালিয়ে  গেছে। তার বাড়ি গিয়েও তাকে পাইনি, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আমার অধিকার ও টাকা পয়সা, গহনা ফেরৎ চাই।

এবিষয়ে অভিযুক্তের বাড়ি গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে পরিবারের লোকজন ছেলেকে বাড়ি নিয়ে এসে ঘটনা সুরাহা করার কথা বলেছেন।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments