মুক্তাগাছা প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলার মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের বড়হিস্যা বাজারের কলেজ রোডস্থ সংগঠনটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক রফিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও ও সাবেক মেয়র মো: শহীদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি, ২ নং ওয়ার্ড সভাপতি শামছুল হক, ৯ নং ওয়ার্ড সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, ছাত্রনেতা নূরে আলম পলাম প্রমূখ। নবগঠিত ২১ সদস্যের মৎস্যজীবী দলের আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আহবায়ক রফিক আহমেদ, সিনিয়ির যুগ্ম আহবায়ক মো: আহেদ আলী (নয়ন), যুগ্ম আহবায়ক মোঃ তমিজ উদ্দিন তনু, মোঃ আব্দুল লতিফ, মোঃ শাহাবুদ্দিন, শাহাজাদা সেলিম, মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদস্য- আতাউর রহমান, শাজাহান , মাসুদ, বারেক, সুলতান, জিলানী, লাল মিয়া, কামাল, জুলহাস, বিল্লাল, বাবুল, মুজিবর। উল্লেখ্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম উজ্জল ও সিনিয়ির যুগ্ম আহবায়ক দুলাল সরকার এর স্বাক্ষরে ১৮ জানুয়ারী এ কমিটির অনুমোদন দেয়া হয়।
0 Comments