Header Ads Widget

 


হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

 


হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে আইলাতলী সীমান্তে কাভার্ড ভ্যানসহ ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। অন্যদিকে উপজেলার বান্দরকাটা বাই-সাইকেল সহ ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। 


মঙ্গলবার ভোরে চোরাকারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের চেষ্টা করছে । এ সংবাদের ভিত্তিতে আইলাতলী ও বান্দরকাটায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।


এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে  জিরার বস্তুা গুলো রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে পরে বস্তুা গুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। 


Post a Comment

0 Comments