ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি ক্রয় করে প্রতারণার স্বীকার হয়েছেন উপজেলার নিউগী কুশমাইল এলাকার মো. আব্দুল ছালাম (৫৫) প্রতারণার শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৬,৪২,০০০ টাকা হাতিয়ে নেয় এবং জমির বায়নামাপত্রের মূল স্ট্যাম্প কৌশলে নিয়ে তার ভোগদখলীয় জমি বেদখল করে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আব্দুল ছালামের কাছে বিবাদী মো. নাইম জমি বিক্রি করার জন্য চুক্তি করেন। প্রথমে ৪,২০,০০০/- টাকা পরিশোধ করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন কিস্তিতে আরও ২,২২,০০০/- টাকা প্রদান করেন। দীর্ঘ তিন বছর ধরে তিনি জমি চাষাবাদ করলেও বিবাদীরা বিভিন্ন অজুহাতে জমির রেজিস্ট্রি করতে সময় কালক্ষেপণ করেন।
একপর্যায়ে, জমির কাগজপত্র ঠিক করার নামে ২২,০০০/- টাকা দাবি করেন। সেই টাকা পরিশোধের সময় কৌশলে বায়নামাপত্রের মূল স্ট্যাম্প মোবাইলে ছবি তোলার কথা বলে বিবাদী নাইম দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে জমি জোরপূর্বক বেদখল করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও বিবাদীরা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
সম্প্রতি, আব্দুল ছালাম জমির রেজিস্ট্রি অথবা টাকা ফেরত চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন। প্রাণনাশের আশঙ্কায় তিনি থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।
নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী আশরাফ বলেন, নাঈম ফুলবাড়িয়া থেকে লোকজন নিয়ে এসে আমার দোকান থেকে বায়নামাপত্রের ছবি তোলার কথা বলে মূল স্ট্যাম্প নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এলাকাবাসী বলেন, আমরা শুনেছি ছালাম নাইমের কাছ থেকে জমি কিনছে দুই তিন বছর জমিও চাষাবাদ করছে। নাইম এবছর জোর জবরদস্তি করে বোরো ধানের আবাদ করছেন।
অভিযুক্ত নাঈম বলেন, আমি আগে জমি বিক্রি করেছি। পাশের জমি বন্ধক দিয়েছি। আমি এক লাখ সত্তর হাজার টাকা নিয়েছিলাম।
বায়নামাপত্রের মূল স্ট্যাম্প দৌড়ে পালিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি দুদিন পর আপনাদের সাথে দেখা করবো। আমাকে দুদিনের সুযোগ দেন।
এ বিষয়ে কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাতেন (পুলু) বলেন, আমি সালিশ করেছি ছালাম জমি ক্রয় করছে সত্য কিন্তু নাইম খুব খারাপ প্রকৃতির লোক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ. রোকনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি বায়নামাপত্রের মূল স্ট্যাম্প উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments