বাবলু আকন্দঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা চক্রান্ত এবং অপচেষ্টা মোকাবেলার দাবিতে ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহের সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠপনা উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মুক্তাগাছা পৌরসভা চত্বরে এ প্রস্তুতি সভার অয়োজন করে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগদান ও সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সভায় পৌর এলাকাসহ ১০টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments