Header Ads Widget

 


ফুলপুর তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসহ ১৪৭ পদ শূন্য

 


ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ফুলপুর তারাকান্দা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ১৪৭ পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ ৪৯ টি ও সহকারী শিক্ষকের ৯৮ টি পদ।

জানাগেছে ফুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৯ টি এর মধ্যে ২৮ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মোট ৭৭ টি পদ শূন্য। অপর দিকে তারাকান্দা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪১টি।এর মধ্যে ২৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মোট ৭০ পদ শূন্য রয়েছে।

শিক্ষক সংখ্যায় কম থাকায় এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমেন বিঘ্নিত হচ্ছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কাংক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত থাকায় অভিভাবকদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। ফুলপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূন্যপদ থাকা বিদ্যালয় গুলো হচ্ছে,রামনাথপুর,পূর্ব বাশাটী,পারতলা,পড়িয়াপাড়া,বড়ইকান্দি-১ বড়ইকান্দি-২,রামসোনা-১,রামসোনা -২,লাউয়ারী,চরবাহাদুরপুর বিদ্যালয় সহ আরও রয়েছে। অপর দিকে তারাকান্দা উপজেলায় প্রধান শিক্ষক সহ শূন্য পদ গুলো হচ্ছে। ঢাকুয়া,গোয়ালকান্দি,বহেরাতলী,মুলাবাড়ি,বাট্টা আটপাড়া, শকের আটি,মহকাতেপুর,কাগচর মনোরঞ্জন ভৌমিক প্রাথমি কবিদ্যালয়, হরিয়াগাই বিদ্যালয় সহ আরও কিছু বিদ্যালয় রয়েছে। এছাড়া ৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদনিয়ে মামলা চলছে।


এ-বিষয়ে ফুলপুর উপজেলার বড়কান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার জানান,প্রধান শিক্ষক সহ দুটি পদ শূন্য রয়েছে। শিক্ষক সংখ্যায় কম থাকায় পাঠদানে সমস্যা হয়। প্রায় সময় বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হায়,তখন সংকট তীব্রতর হয়। অন্যদিকে তারাকান্দা উপজেলায় চরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ জানান,দুইজন শিক্ষক কম থাকায় স্কুলের কাজে উপজেলায় গেলে বাকিশিক্ষকদের ক্লাস নিতে সমস্যা হয়।

Post a Comment

0 Comments