Header Ads Widget

 


ফুলপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ


 ফুলপুর প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে সদ্য ঘোষিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 কমিটিতে অযোগ্য, আওয়ামী লীগের ব্যক্তিদের অন্তর্ভুক্ত সহ যোগ্য ব্যক্তিদের সাথে আলোচনা না করে পকেট কমিটি গঠন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ  করে গোলচত্বর এলাকায় সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ ,সাবেক উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, বওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর কৃষকদলের সভাপতি 

আব্দুল্লাহ আল ইল্লাল , সাধারণ সম্পাদক  আবুল হাসান মানিক,উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহ্ ফরিদ আহমেদ,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার প্রমুখ। মিছিল শেষে বক্তারা জানান কমিটি বাতিল নতুন কমিটি ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

Post a Comment

0 Comments