তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা যানজট নিরশনের লক্ষে ও পরিবেশ বান্ধব উপজেলা গড়তে অদ্য ১৭ই ফেব্রুয়ারী রোজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),, তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, তাড়াইল থানা ওসি (তদন্ত)মোঃ লুৎফর রহমান সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করেন, উপজেলা প্রসাশনিক ভবনের সামনে থেকে উচ্চেদ অভিযান শুরু করে বাজারের ভিতর পর্যন্ত বিকাল তিন গঠিকা পর্যন্ত এই অভিযানে আর্থিক জরিমানা ও রাস্তার উপর থেকে অবৈধ দোকান সড়িয়ে দেওয়া হয়,উপজেলা প্রসাশনের সামনে পুকুর পাড়ে এক দোকান দারের সাথে কথা হলে তিনি জানান আমরা এখন কোথায় যাব আমাদের পুনঃ বাসন না করে তুলে দেওয়ায় দোকান দারেরা বিবি বাচ্চা নিয়ে চলা খুব কঠিন হবে বলে জানান উচ্ছেদ হওয়া দোকানদার,উপজেলা প্রসাশনের আশ পাশে দোকান গুলি ফুটপাতের মত দেখায় তা ছাড়া যানজট তো সারাক্ষণ লেগেই থাকে, তা অপসারণের লক্ষেই এই অভিযান বলে উপজেলা প্রসাশনের দাবী।
0 Comments