তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে অনুস্টিত হল তৈল জাতীয় ফসল উৎপাদনের উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা, তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও এই ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন এর সঞ্ছালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়,তাড়াইল উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, বক্তব্য রাখেন জাওয়ার ইউনিয়ন যুবদল সভাপতি কৃষক রেজাউল করিম দানু, কারা নির্যাতিত কৃষক নেতা খুরশিদ আলম মানু, কৃষক আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৈল জাতীয় ফসল মাঠ পর্যায়ে বেপক বিস্তার করতে কৃষক দের বীজ সহ সমস্ত কারিগরী বিষয়ে অবহিত করেন, স্হানীয় কৃষকরা সুযোগ সুবিধা পেলে আগামীতে আর ও বেশি করে তৈল জাতীয় ফসল করবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে আসস্ত করে বিকাল চারটা পর্যন্ত সমাবেশ চলে।
0 Comments