মুক্তাগাছা প্রতিনিধিঃ মুক্তাগাছায় বিনোদবাড়ি আইডিয়াল সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ২০২৫ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরের বিনোদবাড়ি আইডিয়াল কলেজে শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিনোদবাড়ী সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যকার হারুনুর রশীদের (মিহির হারুন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বিনোদবাড়ি আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম, বিনোদবাড়ী সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবৃন্দ, কলেজের শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মেধা যাচাই পরীক্ষা গ্রহনের মাধ্যমে ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে এবছর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৪জন ট্যালেন্টপুল বৃত্তি ও ১০জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের প্রত্যেককে এক কালীন নগদ ২০ হাজার টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদেরকে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর নির্দিষ্ট সময়ে মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
0 Comments