ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ৯৪ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আলহাজ্ব সিদ্দিকুর রহমানকে আহবায়ক ও হেলাল উদ্দিন হেলুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
রোব্বা রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। তাছাড়াও একই দিনে একই স্বাক্ষরিত আমিনুল হক কে আহবায়ক ও মাহবুবুর রহমান মোস্তফা কে সদস্য সচিব করে ফুলপুর পৌর বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন পর ফুলপুর বিএনপি'র কমিটির অনুমোদন পেয়ে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতৃবৃন্দ। মিছিল শেষে উপজেলা শহীদ মিনার জমায়েত হয়ে আলোচনা সভায় আলহাজ্ব সিদ্দিকুর রহমান বক্তব্যে বলেন আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ,কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন সকলের সহযোগিতায় আগামী দিনে ফুলপুরে বিএনপির সুন্দর একটি কমিটি উপহার দিবেন।
0 Comments