মুক্তাগাছা প্রতিনিধিঃমুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে একুশে ফেব্রæয়ারির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে মুক্তাগাছায় নির্মাণাধীন শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এরপর মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও মুক্তাগাছা প্রেসক্লাব সহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও অন্যান্য সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রভাতফেরী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও এ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 Comments