মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ অটিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অভিভাবক সমাবেশের আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক বিজন কুমার বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ বশির উদ্দিন। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, শিকআষক পরিষদ সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এ.কে.এম. ফেরদৌস, শিক্ষাথীর অভিভাবক মোছাঃ হোসনেআরা প্রমূখ। সমাবেশে শিক্ষার পরিবেশ, প্রায়োগিক বিষয় ও শিক্ষাদান উন্নয়নে করণীয় ও বাস্তবায়ণ বিষয়ে বক্তারা আলোচনা করেন। অভিভাবকেরা বক্তব্যে কলেজে শিক্ষাদান, নিরাপত্তা ও পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। অনুষ্ঠানে প্রায় ২শ অভিভাবক ও সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
0 Comments