Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা


 ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) সকালে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো ফুলবাড়িয়া খাদেমুল ইসলাম ফাজিল মাদ্রাসা, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়।

এতে বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক রেজওয়ান আহমেদ।

বক্তব্যে তিনি বলেন, নিজের, পরিবারের, সমাজের ও দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ উদ্যোগে অবস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিক শিক্ষাকে লালন করে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা, একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল ইসলাম খান ও সদস্য প্রভাষক মোজাম্মেল হক আলামিন প্রমুখ। প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান।

পরে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন পুরস্কার ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা। এছাড়াও রানার্সআপ ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগী দলকে পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়।

আর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে ফুলবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে উপজেলায় নতুন করে দুটি সততা স্টোর প্রতিষ্ঠার জন্য আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় ও অন্বেষণ উচ্চ বিদ্যালয়কে ২০ হাজার করে অনুদান প্রদান করে দুর্নীতি দমন কমিশন।

Post a Comment

0 Comments