বাবলু আকন্দঃ সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মরহুম একেএম মোশাররফ হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
একেএম মোশাররফ হোসেন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট পরিচালনা পর্ষদ এ টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার বেলা ১১টায় আর.কে উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জমান লেবু।
এ সময় বিশেষ অতিথি ও অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খান খোকন প্রমূখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাঈদ জানান, মুক্তাগাছার আপামর জনতার প্রিয় মানুষ ছিলেন একেএম মোশাররফ হোসেন। তার স্মৃতিতে এ আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। কর্মের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে আছেন এবং আজীবন গেঁথে থাকবেন।
0 Comments