ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ ফেব্রুয়ারী) সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাদী, উপজেলা সমাজ সেবা অফিসার সিহাব উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার,প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, আমজাদ সরকর, ফুলপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ বিভিন্ন পেশাজীবী,ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় দিবসটি পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। ২০ শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
২১ ফেব্রুয়ারী সকালে শিক্ষার্থী সহ সকলকে নিয়ে প্রভাত ফেরি, ও পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও শিশুদের কবিতা আবৃতি চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
0 Comments