মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ দূষণ রোধে পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সোমবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজার এলাকায় মুক্তাগাছা সাউথ এপি ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ, শিশু ও যুব ফোরাম, ভিডিসি, শিক্ষক, ছাত্র - ছাত্রী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন বলেন ,প্লাস্টিক একটি অপচনশীল দ্রব্য, প্লাস্টিক শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না,একই সঙ্গে বায়ু দূষণ করছে এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে প্লাস্টিক মুক্ত করতে, দাওগাঁও ইউনিয়নের জনগণকে সচেতন করে পরিবেশ বান্ধব সবুজ গ্রাম গড়ে তোলার জন্য প্রচারাভিযান এর মাধ্যমে আগ্রহী করে তোলাই হচ্ছে এই কার্যক্রমের উদ্দেশ্য।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিকা
পরে ইউনিয়ন পরিষদ, শিশু ও যুব ফোরাম, ভিডিসি, শিক্ষক, ছাত্র - ছাত্রীদের অংশগ্রহণে রেলি বের করে বটতলা বাজার - কাটবওলা সড়ক প্রদক্ষিণ করে এবং প্লাস্টিক সংগ্রহ করেন।
0 Comments