Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মানে আলোচনা সভা অনুষ্ঠিত

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মানে তারুণ্যের ভাবনায় গণমাধ্যম ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্ররুয়ারী) সকালে আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর ( পিআইডি) ময়মনসিংহের আয়োজনে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ( উপসচিব) বিভাগীয় সমাজসেবা অফিস ময়মনসিংহের মোহাম্মদ গোলাম মোস্তফা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপপ্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহ মোঃ মনিরুজ্জামান।

মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাঃ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যায়যায়দিন পত্রিকার সাংবাদিক নূরুল ইসলাম খান,সমন্বয়ক শাহরিয়ার,ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন,সাংবাদিক শহিদুল ইসলাম, প্রভাষক মোঃ কামরুজ্জামান, সঞ্চিব রতন দে প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ বলেন, তারুণ্যের মানসিক বিষয়, কেবল বয়স নয়, মানসিক তারুণ্যে অধিক গুরুত্বপূর্ণ। সরকার একা নয়, বৈষম্যহীন সমাজ গঠনে দেশের সকলকেই তার নিজ জায়গা থেকে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রকাশ করতে হবে। অবকাঠামোর উন্নয়ন, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। গণমাধ্যমকর্মীদের অপসাংবাদিকতা থেকে বিরত থাকতে হবে।

আঞ্চলিক তথ্য অফিস, উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত সেমিনারে ফুলবাড়িয়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নারী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সহকারী তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments