তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অদ্য ১৬ ই মার্চ রোজ রবিবার দুপুর বার গঠিকায় উপজেলা প্রাঙ্গণ কিশোর গন্জের মেয়ে নার্সিং শিক্ষার্থী জিলফা জাহান ইন্নি ধর্ষণ ও হত্যা কারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফুল মিয়া বলেন আমরা কেমন দেশে বাস করি যে দেশে একজন মেধাবী শিক্ষার্থী যার দু চোখে সেবার স্বপ্ন নিয়ে সুদুর রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে লাস হয়ে ফিরে আসতে হল মা৷
বাবার কুলে, খুনিরা থানায় মামলা করার মত সুযোগ দেয়নি, আজ হত্যাকারীদের ফেলে যাওয়া কিছু সিমটমের ভিত্তিতে ও পোসমডাম রিপোর্টের ভিত্তিতে দুইজন আসামী মাসুম বিল্লাহ, ও আবদুল্লাহ ফাঁসির দাবী জানান তাড়াইল উপজেলা সুজন সম্পাদক রাবিন্দ্র চন্দ্র সরকার বলেন দেশে বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার নিকট এই মামলার গ্রেপতার কৃত আসামি মাসুম বিল্লাহ ও আবদুল্লার ফাঁসির দাবী জানান আসামিদ্বয়ের জামিন নামঞ্জুরের আশা ব্যক্ত করেন তাড়াইল উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস রহমান চৌধুরী বলেন ইন্নির মত একজন মেধাবী নার্সিং শিক্ষার্থীর এই ভাবে নির্মম মৃত্যু মেনে নিতে পারছিনা ইন্নির হত্যা কারিদের ফাঁসির দাবীতে সকলের সাথে একমত পোষন করেন ইন্নীর বাবা সাদেকুর রহমান রতন কান্না জরিত কন্ঠে বলেন সমাজ কে কিছু দিতে ভাল মানের নার্সিং কলেজে ভর্তি করেছিলাম কিন্তু সে আজ লাশ হয়ে ফিরে এসেছে আমি পিতা হয়ে একটা মামলা করতে পারি নাই আজ হত্যা কারিদের ফেলে যাওয়া কিছু সিমটম থেকে নিশ্চিত হয়ে দুুইজন গ্রেফতার ও হয় আমি এই দুইজনের ফাঁসির দাবী জানাই দুপুর বারটা এিশ মিনিটে মানব বন্ধন কর্মসূচি শেষ হয়
0 Comments