মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় জিরো ক্ষুধা, জিরো শিশুশ্রম, জিরো বাল্যবিয়ে, জিরো প্লাস্টিক এবং জিরো অপুষ্টি এ পাঁচটি নেতিবাচক অবস্থা শুন্যের কোঠায় নিয়ে আসতে জিরো ৫ ধারণা সম্পর্কে ভিডিসি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি।
বৃহস্পতিবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের সদা শীববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক তৈয়ব আলী।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক, বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য কর্মী সিরাজুল হক, কমলাপুর ভিডিসি সভাপতি ইলিয়াস হোসেন, দাওগাঁও ভিডিসি সভাপতি সাইফুল ইসলাম, পোড়াবাড়ি ভিডিসি সভাপতি তাঁরা মিয়া, ধর্মীয় নেতা, শিক্ষক, সকল ভিডিসি সভাপতি প্রমূখ।
সভায় সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার বলেন, আমরা যদি ৫ জিরো করতে চাই তাহলে বাল্যবিয়ে প্রতিরোধে জন্মনিবন্ধন যথানিয়মে, যথাসময়ে করতে হবে, অভিভাবক সচেতনতা সৃষ্টি করতে হবে, মসজিদ ও বিদ্যালয়ভিত্তিক আলোচনা করতে হবে, শিশুশ্রম নিরোধে প্রচলিত আইনের কার্যকর করে দোকান ও কলকারখানার মালিক বা ব্যবস্থাপনার সাথে যুক্ত তাদেরকে শিশুশ্রমিক নিয়োগে নিরুৎসাহিত করতে হবে, পরিবারিক দারিদ্র বিমোচনে পদক্ষেপ গ্রহণ করে পরিবারভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। পলিথিন, প্লাস্টিক বর্জন ও ব্যবহারে নিরুৎসাহিত করতে পাটজাত পণ্যের ব্যপকভিত্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অপুষ্টি দূরিকরণের ক্ষেত্রে বাড়ি বাড়ি পুষ্টি বাগান তৈরি করে, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে এসব উদ্যোগ গ্রহণ করা হলে জিরো ৫ বাস্তবায়নে সফলতা আসবে।
0 Comments