Header Ads Widget

 


কাজলায় একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


 তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা উচ্চ বিদ্যালয়ে অদ্য ১৪ই মার্চ রোজ শুক্রবার সকাল নয় গঠিকা থেকে দুপুর একটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

ফ্রি রোগী দেখেন তাড়াইল করিমগঞ্জ কিশোরগন্জ (৩)সংসদীয়  আসনের সম্বাব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী  অধ্যাপক কর্নেল (অব) ডাঃ জেহাদ খান সার্বিক তত্তাবধানে ছিলেন কাজলা মুন্সী বাড়ির কৃতি সন্তান সাজ্জাদুল হক শাহীন, ও মোবাইদুল হক মোবারক, তাদের অক্লান্ত পরিশ্রমে কাজলা গ্রামের গরিব দুখি প্রায় পাছশত লোকের বিনা পয়শায় চিকিৎসা দেয়, সকাল নয়টা থেকে কাজলা উচ্চ বিদ্যালয় মাঠে মানুষের সারিবদ্ধ ভাবে  লাইনে দাড়িয়ে থেকে চিকিৎসা করান স্হানীয় একজন মহিলা মিনার সাথে কথা হলে তিনি বলেন মোবারক ভাই ও শাহীন ভাই আমাদের অনেক উপকার করে মোবারক ভাই আমাকে পানির কল দিছে প্রতি ঈদে অনেক সাহায্য করে আজ আমার হার্ডের সমস্যা উনি মোবারক ভাই আমাকে এনে চিকিৎসা করান ভাইয়ের সাহায্যে সেবা নিতে পেরে আমরা খুশি আল্লার কাছে এই রোজার দিনে দোয়া করি আল্লাহ যেন মোবারক ভাই কে নেক হায়াত দান করেন, মুন্সি বাড়ির ঐতিহ্য কে ধরে রাখতে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, সাজ্জাদুল হক শাহীন বলেন আমরা এলাকার সাধারণ মানুষের ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ সাধারণ মানুষের কল্যানার্থেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প। 

Post a Comment

0 Comments